civis শব্দের অর্থ কী | সিভিস শব্দের অর্থ কি

ভাষার পরিপুরনতা শেষ নেই, প্রাচিন কাল থেকে নগর ও রাষ্ট্র গঠিত হয়ে আসছে। আর এই নগর বা রাষ্ট্র কে এক্ক রুপের ভাষায় প্রকাশ করে আসছে। বর্তমান সময়ে আমরা যে যেখানে বসবাস করে আসছি, সে সেইখানের নাগরিক বা নগারিত বলা চলে। আবার এই ভাবেও বলা যায় যে যেখানে রাজকার্জ সাথে জরিত বা সে খানের কর্মীয়ে জরিত তাকে সেয়খানের নাগরিক বা রাজ্য অদিকারি অথবা রাষ্ট্রই ও বলা চলে।

civis শব্দের অর্থ কী

আমরা এই পোষ্ট টি তে জানতে এসেছি civis শব্দের অর্থ কী ( সিভিস শব্দের অর্থ কি?) এই শব্দ সম্পর্কে বিস্তারিত জানতে।

civis শব্দের বাংলা অর্থ কিঃ civis শব্দ টি ল্যাটিন শব্দ, এই শব্দ টি যার মাধ্যমে civitus এবং citizen  উৎপত্তি হয়েছে। civitus এর অর্থ নগর রাষ্ট্র এবং citizen- এর অর্থ নাগরিকত।

সিভিস শব্দের অর্থ কি?

সিভিস শব্দের অর্থ নগররাষ্ট্র। প্রাচীন যুগে প্রাচিন গ্রিস কতগুলো ছোটো ছোটো নগর বিভক্ত ছিল। এগুলোই ছিল civitus-citizen এর অর্থ নগররাষ্ট্থ, এখানকার আদিবাসীকে citizen বা নাগরিক বলা হয়। একমাত্র নাগরিকরাই অয়েব সময়ের শাসন কার্যে অংশ গ্রহণ করতে পারত।

আরও দেখুন,

Leave a Comment